Lionel Messi: হ্যাটট্রিকে পেলেকে টপকে দক্ষিণ আমেরিকার ইতিহাসে মেসি

Subhapam Saha Fri, 10 Sep 2021-11:54 am,

নিজস্ব প্রতিবেদন: মেসি মাঠে নামলেই পরিসংখ্য়ানবিদরা প্রস্তুত হয়ে যান রেকর্ড-বুক নিয়ে। আবারও রেকর্ড ভাঙা-গড়ার খেলা খেললেন আর্জেন্টাইন রাজপুত্র। নিজের নাম লিখিয়ে নিলেন ইতিহাসে।

লিওনেল মেসি ও রেকর্ড সমার্থক। বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে হ্যাটট্রিক করে জোড়া রেকর্ড করে লিও।

 

মেসি টপকে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। আর্জেন্টিনার জার্সিতে ৭৯টি গোলে পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন

 

মেসি দেশের হয়ে সপ্তম আন্তর্জাতিক হ্যাটট্রিকের স্বাদ পেলেন বলভিয়ার বিরুদ্ধে।

 

গত জুলাই মাসে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জিতেছিল নীল-সাদা জার্সিধারীরা। দেশের হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন মেসি। কিন্তু তারপর এই প্রথম ঘরের মাঠে খেলার সুযোগ পেল আর্জেন্টিনা। ফলে সমর্থকদের সামনেই কোপা ট্রফি নিয়ে ফের সেলিব্রেট করলেন মেসি-মারিয়ারা।

এই আনন্দের মাঝেও মেসির চোখ ফের ছলছল করল। আবেগি মেসির ছবিও ফুটে উঠল ক্যামেরায়।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link