বার্মিংহামে সচিনের রেকর্ডও টপকে গেলেন বিরাট!

Fri, 03 Aug 2018-4:00 pm,

# ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেন বিরাট কোহলি। টেস্ট কেরিয়ারে এটি বিরাটের ২২তম সেঞ্চুরি। সচিনের এই রেকর্ড ভাঙলেন এবার কোহলি।

 

# ডন ব্র্যাডম্যান : দ্রুততম ২২টি সেঞ্চুরি করার তালিকায় সবার ওপরে রয়েছেন এই কিংবদন্তি। মাত্র ৫৮টি ম্যাচে ২২তম শতরান করেছিলেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান।

 

# সুনীল গাভাসকর: ডনের থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল গাভাসকর। ১০১টি টেস্টে ২২তম শতরান করেছিলেন সানি।

# স্টিভ স্মিথ : তৃতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। যদিও ডন ব্র্যাডম্যানের থেকে প্রায় দ্বিগুণ ম্যাচ খেলে ২২তম টেস্ট শতরানটি করেন তিনি। ১০৮টি ম্যাচে ২২তম শতরান করেছিলেন স্মিথ।

# সচিন তেন্ডুলকর : ২২তম টেস্ট সেঞ্চুরি করতে একটু বেশি ম্যাচই খেলেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ১১৪টি ম্যাচ লেগেছিল তাঁর এই মাইলস্টোন স্পর্শ করতে।

 

#  বিরাট কোহলি : ২২তম টেস্ট সেঞ্চুরির নিরিখে সচিনকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। সচিনের থেকে একটি ম্যাচ কম খেলে, ১১৩টি ম্যাচে ২২তম শতরানটি করে ফেললেন বিরাট।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link