List Of Most Expensive Indian Players In The IPL History: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় কারা? এই তালিকায় আছেন রোহিতদের হেডমাস্টারও!
আইপিএল মেগা নিলামের দিনক্ষণ জানিয়ে দিয়েছে বিসিসিআই। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত স্পোর্টিং ইভেন্ট। চূড়ান্ত তালিকায় রইল ৫৭৪ জন। দু’দিনের মহাযজ্ঞে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশি ক্রিকেটার উঠবেন নিলাম টেবলে। এই তালিকায় রইল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয়দের নাম।
কিংবদন্তি যুবরাজ এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়। জোড়া বিশ্বকাপজয়ীকে ২০১৫ সালে দিল্লি থেকে ১৬ কোটি টাকা পেয়েছিলেন।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়ের তালিকায় দুয়ে ঈশান। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ১৫.২৫ কোটি টাকায় দলে নিয়েছিল।
তারকা পেসার দীপক চাহার ২০২২ আইপিএলে চেন্নাই সুপার কিংস থেকে ১৪ কোটি টাকা পেয়েছিলেন।
আবারও তালিকায় যুবি। ২০১৪ সালের নিলামে আরসিবি তাঁকে ১৪ কোটি টাকায় দলে নিয়েছিল।
২০১৪ সালে অভিজ্ঞ দীনেশ কার্তিককে ১২.৫০ কোটি টাকায় দিল্লি ডেয়ারডেভিলস দলে নিয়েছিল।
স্পিডস্টার জয়দেব উনাদকাটকে ২০১৮ সালের নিলামে রাজস্থান রয়্যালস ১১.৫ কোটি টাকায় নিয়েছিল।
২০১১ সালে গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স ১১.০৪ কোটি টাকা দিয়েছিল।
২০০৮ সালে কিংবদন্তি এমএস ধোনিকে চেন্নাই সুপার কিংস ৯.৫ কোটি টাকা দিয়েছিল।