একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছেন যে যে ক্রিকেটার

Fri, 20 Jul 2018-7:56 pm,

১.  সচিন তেন্ডুলকর :   একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরান করেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে অপরাজিত ২০০ রান করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

২.  বীরেন্দ্র সেওয়াগ :   দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন সেওয়ার। ২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রান করকেন বীরু।  

 

৩.  রোহিত শর্মা :    তৃতীয় ক্রিকেটার তথা তৃতীয় ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেন রোহিত শর্মা। ২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান করেন 'হিটম্যান'।

৪.  রোহিত শর্মা :   ২০১৪ সালে কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরানটি করেন রোহিত শর্মা। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেন রোহিত।

৫.  ক্রিস গেইল :   ২০১৫ সালে একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন 'ক্যারিবিয়ান সুপারম্যান' ক্রিস গেইল। ক্যানবেরায় জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫ রান করেন গেইল।

 

৬. মার্টিন গাপ্টিল :   একদিনের ক্রিকেটে দ্বিশতরানের তালিকায় এবার ঢুকে পড়লেন মার্টিন গাপ্টিল। ২০১৫ সালে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭ রানে অপরাজিত থাকেন গাপ্টিল।  

 

৭.  রোহিত শর্মা :   একদিনের ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরির নজির গড়েন রোহিত শর্মা। ২০১৭ সালে মোহালিতে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধেই ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত।

৮.  ফাকার জামান :   একদিনের ক্রিকেটে অষ্টম দ্বিশতরানটি করেন পাকিস্তানের ফাকার জামান। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম পাক ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেন। ২১০ রানে অপরাজিত থাকেন জামান।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link