Local Train Derail: চাকা পিছলে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল, হাওড়া মেইন লাইনে বড়সড় বিপত্তি!

SUDESHNA PAUL Tue, 28 May 2024-10:59 am,

অয়ন ঘোষাল: লিলুয়ার কাছে লাইনচ্যুত লোকাল। যার বড়সড় প্রভাব পড়ল হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচলে। সাতসকালে অফিস টাইমে পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ব্যাহত হল পরিষেবা।  লিলুয়া স্টেশনের কাছে ঘটে ঘটনাটি। একটি লোকাল ট্রেনের কামরা ট্র্যাক থেকে পিছলে যায়। ফলে বেলাইন হয়ে যায় কামরাটি। যার জেরে বিঘ্ন ঘটে ট্রেন চলাচল। ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এর জেরে অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়লেন নিত্যযাত্রীরা।

 

তবে লোকাল ট্রেনটি খালি ছিল। সেটিতে কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল ৭টা ১০ নাগাদ শেওড়াফুলি থেকে লিলুয়া কারশেডে একটি খালি লোকাল ট্রেন নিয়ে আসা হচ্ছিল। সেই সময়ই  লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির একটি কামরার চাকা পিছলে যায় ট্র্যাক থেকে। যার জেরে কামরাটি বেলাইন হয়ে যায়। যার জেরে হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ডাউন লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। 

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত কামরাকে তোলার কাজ শুরু হয়। শেষে সকাল ৮টা ১৮ নাগাদ ডাউন মেইন লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ওদিকে আপ মেইন লাইনের ট্রেন কর্ড দিয়ে ঘুরিয়ে বেলুড়ে এসে মেইন লাইনে তোলা হয়। 

 

তবে সাড়ে ৮টার পর ধীরে ধীরে ট্রেন চালু হলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও খানিকটা সময় লাগবে বলে খবর রেল সূত্রে। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, আরও আধ ঘণ্টা লাগবে। ট্রেন বাতিল হয়নি। কিন্তু ধীরে চালাতে হচ্ছে। ঘটনার তদন্ত হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ট্রেনটিকে ট্র্যাকে বসানোর প্রক্রিয়া চলছে। 

 

এদিকে লিলুয়ায় লোকাল লাইনচ্যুত হওয়ার জেরে হাওড়া-ব্যন্ডেল ও হাওড়া-বর্ধমান মেইন,ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়ে। ব্যান্ডেল, চুঁচুড়া, শ্রীরামপুর, কোন্নগর সহ বিভিন্ন স্টেশনে একের পর এক দাঁড়িয়ে পড়ে হাওড়ামুখী ডাউন ট্রেন। সকালের ব্যস্ত সময়ে অফিস যাত্রীদের ভিড় দেখা যায় সব স্টেশনে। 

 

সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে অনেকেই অফিস অথবা নিজ নিজ কর্মস্থলে যেতে পারেননি। আসতে পারেননি কলকাতায়। এরপর সপ্তাহের দ্বিতীয় দিনের সকালেও ট্রেন ধরতে এসে ফের সমস্যায় পড়েন তাঁরা। দুর্ভোগের শিকার হতে হয় তাঁদের। চূড়ান্ত হয়রানি হয় নিত্যযাত্রীদের। দুর্ঘটনার জেরে মুম্বই মেল ৫ ঘণ্টা দেরিতে হাওড়া পৌঁছয় বলে খবর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link