Durga Puja 2024: নজর কেড়েছে ভবানীপুর ৭৫ পল্লীর থিম, মণ্ডপে মানুষের ঢল

Durga Puja 2024: পরিবেশ-বান্ধব জিনিষ ব্যবহার করে তৈরি করা হয়েছে এবারের মণ্ডপ। প্যান্ডেলের কারুকাজ নিশ্চিতভাবে দর্শকদের মন কাড়বে... 

| Oct 08, 2024, 11:24 AM IST
1/6

দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে একটি অন্যতম পুজো হল ভবানীপুর ৭৫ পল্লী। এবছর হীরকজয়ন্তী বর্ষ উপলক্ষে তাঁদের থিম 'তবুও তোমার কাছে আমার হৃদয়'। এই থিম বিখ্যাত শিল্পী শিবশঙ্কর দাসের তৈরি করা। এদিন এই পুজোর উদ্বোধন হয়ে গেল।  

2/6

প্যান্ডেলের কেন্দ্রবিন্দু হল দেবী দুর্গার সুন্দর কারুকাজ করা মূর্তি, যা বিশ্ববিখ্যাত শিল্পী সনাতন দিন্দার তৈরি করা। মূর্তির প্রাণবন্ত রং থিমটিকে আরও প্রাণবন্ত করে তোলে। 

3/6

প্যান্ডেলের কেন্দ্রবিন্দু হল দেবী দুর্গার সুন্দর কারুকাজ করা মূর্তি, যা বিশ্ববিখ্যাত শিল্পী সনাতন দিন্দার তৈরি করা। মূর্তির প্রাণবন্ত রং থিমটিকে আরও প্রাণবন্ত করে তোলে। 

4/6

ক্লাব সেক্রেটারি সুবীর দাস বলেন, 'আমরা যখন ভবানীপুর ৭৫ পল্লীর হীরক জয়ন্তী উদযাপন করছি, তখন আমরা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছি যা আমাদের একটি সম্প্রদায় হিসাবে পরিচিতি দেয়। এই থিম আমাদের প্রিয় শহরের সঙ্গে সবার সংযোগ পুনরায় জাগিয়ে তুলবে।' 

5/6

এই  থিম কলকাতার প্রতি আমাদের ভালবাসার সারমর্মকে তুলে ধরেছে। এবছর তাঁদের এই থিমের লক্ষ্য হল আধুনিকতার সঙ্গে ঐতিহ্যর মেলবন্ধন ঘটানো। এটি প্রতিফলিত করে যে কীভাবে কলকাতা তার শিকড়ের সাথে বেঁধে থেকেও বিকশিত হচ্ছে। 

6/6

জমকালো অনুষ্ঠানের পাশাপাশি ভবানীপুর ৭৫ পল্লী সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এই দুর্গাপুজোর সময় সংগৃহীত অনুদানের একটি অংশ সারা বছর ধরে বিভিন্ন সামাজিক উদ্যোগে উৎসর্গ করা হয়। এই প্রচেষ্টার মধ্যে রয়েছে সকলের জন্য স্বাস্থ্য পরীক্ষা, আর্থ-সামাজিক বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি। পুজো কমিটি সুবিধাবঞ্চিতদের পোশাক এবং অভাবী শিশুদের শিক্ষামূলক কিট বিতরণ করে।