পুজোর আগেই চালু হতে পারে লোকাল ট্রেন, রাজ্যের সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদন : পুজোর আগেই চালু হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। আজ এমনই ইঙ্গিত দিলেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম।
এদিন এক সাংবাদিক বৈঠকে জিএম বলেন, পুজোর আগেই লোকাল ট্রেন চালুর বিষয়ে ভাবনাচিন্তা চলছে। খুব শিগগিরই রাজ্যের সঙ্গে এবিষয়ে বৈঠক করা হবে। বৈঠক করার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে।
পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেল একসঙ্গে রাজ্যের সঙ্গে কথা বলবে। রাজ্যের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি।
একইসঙ্গে জিএম জানান, "মেট্রো পরিষেবা কেমন হচ্ছে সেটা আমরা দেখতে চাই। পাশাপাশি আগামিদিনে আমরা ডিজিটাল পেমেন্ট দিকে ঝুঁকতে চাইছি। সংক্রমণ এড়াতেই আমরা এটা চাইছি।"
একইসঙ্গে তিনি আরও বলেন, "অলাভজনক ট্রেন বন্ধ করার এখনই কোনও পরিকল্পনা নেই। যেখানে লোক কম, সেইসব স্টেশন আমরা বন্ধ করতে চাই না এখনই। এরকম কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।"