Local Train : আগামিকাল থেকে শুরু হচ্ছে লোকাল, চূড়ান্ত পর্বে স্যানিটাইজেশন
নিজস্ব প্রতিবেদন : প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন। এরই প্রেক্ষিতে হাওড়ার বামুনগাছি EMU রেল ইয়ার্ডে দেখা গেল রেলকর্মীদের চূড়ান্ত ব্যস্ততা।
হাওড়া ডিভিশনের সমস্ত লোকাল ট্রেনকে যুদ্ধকালীন তৎপরতায় স্যানিটাইজ করা হচ্ছে। যাত্রীদের বসার আসনের পাশাপাশি লোকাল ট্রেনের কামরায় সব ধরনের হাতল ও চালকের কেবিনে স্যানিটাইজ করা হচ্ছে।
কোভিড বিধি মেনে যাত্রীরা যাতে নিরাপদ দূরত্বে বসেন, সেই কারণে মাঝের সিটে 'X' চিহ্নযুক্ত স্টিকার মারা হচ্ছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন ওই আসনে না বসেন।
প্রসঙ্গত, পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৪৮৮টি লোকাল ট্রেনের ট্রিপ হয়। দক্ষিণ-পূর্ব রেলে ট্রিপ হয় ১৯১টি।
পূর্ব রেলের বামুনগাছি EMU রেল ইয়ার্ডের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার শ্যামল হালদার জানিয়েছেন, প্রত্যেকটি লোকাল ট্রেনকে দিনে ২ বার স্যানিটাইজ করা হবে। এর পাশাপাশি যাত্রীরা যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাতায়াত করেন তাও প্রচার করা হবে।