আগামী সপ্তাহেই চালু লোকাল, অফিস টাইমে বেশি ট্রেন, নবান্নে সিদ্ধান্ত: সূত্র
নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। নবান্নে রেল-রাজ্য বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে খবর।
গত সোমবারের পর আজ, বৃহস্পতিবার লোকাল ট্রেন নিয়ে রেল ও রাজ্য বৈঠকে বসে। সে দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, প্রাথমিকভাবে চালানো হবে ১০-১৫% ট্রেন। তারপর ধাপে ধাপে ২৫ শতাংশ পর্যন্ত বাড়বে।
আগামী সপ্তাহের মাঝামাঝি ট্রেন চলতে পারে বলে খবর। বুধবার থেকে সম্ভবত চালু হতে পারে। কোভিডবিধি মেনে ট্রেন চালাতে চাইছে রেল। প্রস্তুতির জন্য সময় চাই।
কোভিড পরিস্থিতিতে কোন কোন স্টেশনে ট্রেন থামবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সব বড় স্টেশনেই থামবে লোকাল।
লকডাউনের আগের সময়সূচি মেনে লোকাল ট্রেন চালানো হতে পারে। অফিসের ব্যস্ত সময়ে বেশি ট্রেন চলবে বলে সূত্রের খবর। দুপুরে একই গন্তব্যের দুটি ট্রেনের মাঝে সময়ের ব্যবধান বেশি থাকবে।