TMC: অসমেও শক্তি বাড়াচ্ছে তৃণমূল, নেপথ্যে প্রাক্তন কংগ্রেস সাংসদ Sushmita Dev
নিজস্ব প্রতিবেদন: সদ্য যোগ দিয়েছেন তৃণমূলে। নিজের রাজ্যে এবার দলের সংগঠনকে মজবুত করার কাজ শুরু করে দিলেন সুস্মিতা দেব। অসমে তাঁর হাত ধরে ঘাসফুল শিবিরে নাম লেখালেন অনেকেই। মানুষের সমর্থনে আপ্লুত প্রাক্তন কংগ্রস নেত্রী।
পড়শি রাজ্যে বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। বাংলায় বিজেপি ধরাশায়ী করার পর এবার ত্রিপুরা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল।
নজরে উত্তর-পূর্বে আর এক বিজেপিশাসিত রাজ্য অসমও। স্বাধীনতা দিবসের পরের দিন কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শিলচরের নেত্রী সুস্মিতা দেব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ।
অসমে এবার তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী করার কাজে নেমে পড়লেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা।
কাছাড় জেলায় শিলচরের প্রাক্তন সাংসদের হাত থেকে তৃণমূলের পতাকা নিলেন অনেকে। কোভিড বিধি মেনে ধাপে ধাপে এই যোগদান পর্ব চলবে বলে জানা গিয়েছে।
স্রেফ অসমেই নয়, উত্তর-পূর্বে সুম্মিতা দেবকেই সামনে রেখে ঘুঁটি সাজানোর পরিকল্পনা করেছে তৃণমূল। ত্রিপুরার দায়িত্বও দেওয়া হতে পারে তাঁকে। সূত্রের খবর তেমনই।