Municipality Election: বেহাল রাস্তা সারাই হবে কবে? জলপাইগুড়িতে ভোট বয়কটের হুমকি স্থানীয় বাসিন্দাদের
নিজস্ব প্রতিবেদন: বেহাল রাস্তা সারাই হবে কবে? জলপাইগুড়িতে পুরভোট বয়কটের হুমকি দিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। স্লোগান উঠল 'No Road, No Vote'। 'বিধিনিষেধের কারণে কাজ করা যায়নি', সাফাই পুর প্রশাসকের।
করোনার বাড়বাড়ন্ত! লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। রাজ্যে ফের একাধিক বিধিনিষেধ জারি করেছে সরকার। ফের বন্ধ হয়ে দিয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে লোকাল ট্রেন ও মেট্রো।
জানুয়ারিতে আবার রাজ্যের ৪ পুরনিগমের ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কড়া বিধিনিষেধের মাঝেই কি ভোট হবে? মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২২ জানুয়ারিই ভোট হবে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরনিগমে।
জলপাইগুড়ি পুরনিগম নির্বাচনে এবার ভোট না দেওয়ার হুমকি দিলেন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন রীতিমতো প্ল্যাকার্ড হাতে বিক্ষোভও দেখালেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওয়ার্ডের বেশিরভাগ রাস্তারই বেহাল দশা। পুরসভাকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। রাস্তা মেরামত করা না হলে ভোট দেবেন না তাঁরা।
কেন এমন পরিস্থিতি? জলপাইগুড়ির পুর প্রশাসক পাপিয়া পালের দাবি, 'শহরের ২৫ ওয়ার্ডেই রাস্তা তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু গত দেড় বছরে বিভিন্ন সময়ে বিধিনিষেধের কারণে কাজ করা যায়নি'। ৩ নম্বর ওয়ার্ডে দ্রুত রাস্তার মেরামতি কাজ শুরুর আশ্বাসও দিয়েছেন।