`ভয়াবহ পরিস্থিতি, একটাই অপশন Lockdown`: উদ্ধব ঠাকরে

Fri, 19 Mar 2021-7:19 pm,

 নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ পরিস্থিতি, এখন একটাই পথ খোলা রয়েছে তা হল ফের লকডাউন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে  শুক্রবার  সেই ইঙ্গিতই জোরালো করলেন। কারণ, একদিনে আক্রান্তের সংখ্যা ২৫,৮৩৩ মহারাষ্ট্রে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় কাবু বাণিজ্যনগরী সহ গোটা রাজ্যে।

তিনি মনে করছেন, যে যার মতো করে স্বাস্থ্যবিধি মেনে চলছে। পাশাপাশি ভ্যাকসিনও নিচ্ছে মানুষ। কিন্তু তাতেও করোনাকে কাবু করা যাচ্ছে না। নতুন কেসের সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। 

বৃহস্পতিবার দ্বিতীয় ঢেউ নতুন করে রেকর্ড গড়েছে সংক্রমণের হার। শুক্রবার সেই সংখ্যা আরও বেড়েছে। 

 শুক্রবার উদ্ধব ঠাকরের কথায়, আগামীদিনে এমনটাই ঘটতে থাকলে লকডাউন একমাত্র অপশন। কিন্তু আমি আশা করব রাজ্যের মানুষ সংযত হবেন। মেনে চলবে সুরক্ষাবিধি। আশা করছি রাজ্যের কেউই পুণরায় লকডাউন চান না।  

তিনি আরও বলেন, ' গতবছর যখন লকডাউন করা হয়েছিল তখন আমাদের হাতে কোনও অস্ত্র ছিল না. কিন্তু এবছর করোনার সঙ্গে লড়াই করার জন্য রয়েছে দুটি অস্ত্র তথা কোভ্যাকসিন ও কোভিশিল্ড ভ্যাকসিন'।

আশা করব মানুষ সতর্ক হবেন। মেনে চলবেন স্বাস্থ্যবিধি। নয়ত অপেক্ষা করছে ফের Lockdown।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link