৩মে নয়, রাজ্যে কতদিন চলবে লকডাউন? প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো বৈঠকের পর ইঙ্গিত মমতার
আদৌ কি ৩ মে লকডাউন উঠবে? প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিয়ো বৈঠকে এখনই এর কোনও নির্যাস বেরোয়নি। তবে পশ্চিমবঙ্গে কতদিন লকডাউন চলবে, তার ইঙ্গিত এদিন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভিডিয়ো বৈঠকের পর মুখ্যমন্ত্রী সোমবার নবান্নে বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যে মনে হয় লকডাউন চলবে। রাজ্য ২১ মে পর্যন্ত লকডাউনের পক্ষপাতী। তবে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে।"
মুথ্যমন্ত্রী এদিন বলেন, "কেন্দ্রের বক্তব্যে অস্পষ্টতা রয়েছে। কেন্দ্র এদিকে বলছে, লকডাউন ভালোভাবে মানতে হবে। আবার মধ্যরাতের নির্দেশিকায় বলছে, কিছুক্ষেত্রে দোকানও খুলতে হবে। কেন্দ্রের বক্তব্যে তো কোনও স্পষ্টতা নেই। এরফলে বিভ্রান্তি ছড়াচ্ছে।"
মুখ্যমন্ত্রী বলেন, "তিন জোনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিকল্পনা চাই। স্বাস্থ্য দফতর এই নিয়ে নির্দেশিকা জারি করবে।" রেড, অরেঞ্জ, গ্রিন জোনে সংক্রামিত এলাকাগুলিকে ভাগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, "রেড জোনগুলিতে কঠোরভাবে লকডাউন মানতে হবে। অরেঞ্জ জোনগুলিতে কিছু ছাড় দেওয়া হবে। গ্রিন জোনগুলিতে আরও বেশি ছাড় দেওয়া হবে।"
২১ দিন সংক্রমণ হয়নি, এমন এলাকায় ছাড় দেওয়া হবে বলে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, দোকান নিয়ে কেন্দ্রের বক্তব্য স্পষ্টভাবে জেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আগে অত্যাবশ্যকীয় পণ্যগুলি হোম ডেলিভারি দেওয়া হচ্ছিল, এবার অত্যাবশ্যকীয় নয়, তবে দৈনন্দিন কাজে লাগে, এমন পণ্যও হোম ডেলিভারি হবে। এব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।