করোনার কাঁটায় তটস্থ বিশ্ব, লকডাউনের রবিবারে ধূ ধূ করছে গোটা শহর

Sun, 29 Mar 2020-6:46 pm,

দীপেন্দু পাল: লকডাউন চলছে, করোনায় থরহরিকম্পও। তবে করোনার আবহে একেবারেই বদলে গেল এই রবিবারের চিত্রটা। সচেতনতা, কোয়ারেন্টিনেই ধূ ধূ শহর কলকাতাও।

শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলার ছবিটাও একই। কেউ কোথাও নেই। খাঁ খাঁ করচে গোটা এলাকা। অন্য়ান্য সময়ে যেখানে চলা ফেরা দায় সেখানেই আজ অন্য ছবি। 

লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলছে লকডাউন। করোনা থাবায় বাড়ছে মৃত্যু মিছিল। আতঙ্কে জড়োসড়ো গোটা পৃথিবী। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ লক্ষ। 

এএফপির পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ,বিশ্বের মোট ১৩০টি দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৫ হাজার ১০ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল। 

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৮৩৭ জন। মৃত্যু হয়েছে একহাজার ৭১১ জনের। ইতালিতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। 

ইতালিতে মৃতের সংখ্যা দশ হাজার ছাড়াল। চিনে মোট একাশি হাজার তিনশো চুরানব্বই জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ২৯৫ জনের। করোনার জেরে ত্রাহি ত্রাহি মার্কিন মুলুকও। বহু প্রবাসী বাঙালিই ঘরবন্দি। 

করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের ভূমিকার প্রশংসা রাজ্যপালের। টুইটে তিনি লিখেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে জেগে উঠছে দেশ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link