লকডাউনের মধ্যেই গলিঘুঁজিতে রমরমিয়ে চলছিল গাঁজার বিকিকিনি, পুলিসি হানায় পর্দা ফাঁস

Fri, 03 Apr 2020-2:37 pm,

নিজস্ব প্রতিবেদন : করোনা সতর্কতায় দেশজুড়ে চলছে লকডাউন। এরইমধ্যে গলির ভেতর রমরমিয়ে চলছিল গাঁজার ব্যবসা। এদিন প্রতিবেশীরা প্রতিবাদ করায় প্রথমে বচসা বাধে। তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় মেদিনীপুর শহরের কুইকোটা এলাকা।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গাঁজা বিক্রি হত অমিত চালকের বাড়িতে। শুক্রবার সকালে প্রতিবাদ করতেই, অমিত ও তাঁর পরিবারের লোকেরা স্থানীয়দের উপর চড়াও হন। হাতাহাতি বেঁধে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেদিনীপুর কোতোয়ালি থানার বিশাল পুলিসবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। ছত্রভঙ্গ করে দেওয়া হয় দু'পক্ষকেই। 

 

এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত অমিত চালককে আটক করেছে কোতোয়ালি থানার পুলিস। যদিও অমিত চালক ও তাঁর পরিবারের দাবি, করোনার জেরে লকডাউন ঘোষণার পরদিন থেকেই গাঁজা ব্যবসা বন্ধ করে দিয়েছেন তাঁরা।

 

পাশাপাশি, মেদিনীপুর শহরের বেশ কয়েকটি কাপড় দোকানও লুকিয়ে খুলে রাখা হয়েছিল। সেখানেও কেনাবেচা চলছিল।  এদিন সেখানেও পুলিস গিয়ে লাঠিচার্জ করে দোকান বন্ধ করে দেয়। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link