ছবি প্রমাণ: কোথায় লকডাউন? নিউটাউনের বাজারে দেদার চা-কচুরির আড্ডা, চলছে সেলুন-মুচিও
নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের জন্য সারা দেশ জুড়ে চলছে লকডাউন। কিন্তু নিউটাউন ঘুনি এলাকা দেখলে তা বোঝার উপায় নেই।
স্বাভাবিক ছন্দে চলছে জীবনযাপন। চায়ের দোকান থেকে শুরু করে কচুরির দোকান, সেলুন, মুচি সব-ই খোলা।
নিউটাউনের অন্যতম জনপ্রিয় বাজার ঘুনির খাঁজার বাজার। সেখানে গিয়ে দেখা গেল নিয়মকানুনের বালাই নেই।
কোনও সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের দাগ নেই। অনেকের মুখে মাস্কও নেই।
খবর পেয়ে ছুটে আসেন রাজারহাট-নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ মহম্মদ আফতাব উদ্দিন।
এসে বাজারের পরিস্থিতি দেখে নিজেই মাইকিং করতে শুরু করেন। সাধারণ মানুষ থেকে দোকানদার, সকলকে সতর্ক করে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন।
বাজারের দোকাদারদের বক্তব্য, দাগ কাটা হয়েছিল। মুছে গিয়েছে। আজ আবার দাগ কাটা হবে।
মহম্মদ আফতাব উদ্দিন বলেন, মানুষ সচেতন না হলে কিচ্ছু করার নেই। বাজারের কিছু দোকানদারকে পাশের মাঠে স্থানান্তরিত করা হবে বলে জানান তিনি।
বাজার কমিটির এক সদস্য জানান, বাজার স্থানান্তরিত করার পরেও যদি এরকম পরিস্থিতি হয়। তাহলে বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।
এরপর বাজারের ভিতরে আরও ঢুঁ মারতে দেখা যায়, একটি সেলুনের দরজা বন্ধ করে তার ভিতর ব্যবসা চালাচ্ছেন সেলুন-মালিক।
শেষমেশ সেলুন-মালিকের হাতে চাল,আলু, সাবান তুলে দিয়ে দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়।
এর পাশাপাশি এক মুচির হাতেও চাল, আলু, সাবান তুলে দিয়ে দোকান বন্ধ রাখতে অনুরোধ করা হয়।
এত প্রচারের পরও মানুষ যে সচেতন নয়, নিউটাউনের ঘুনি বাজারের ছবি আজ ফের চোখে আঙুল দিয়ে তা আরও একবার দেখিয়ে দিল।