লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট পড়ল ৬৪.২৬ শতাংশ
লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট পড়ল ৬৪.২৬ শতাংশ। রবিবার শেষ হওয়া শেষ দফায় ভোটগ্রহণ করা হয় দেশের ৫৯ আসনে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছিল ৬৬.৪০ শতাংশ। এবার প্রথম ৬ দফায় গড়ে ভোট পড়ে ৬৭.৩৪ শতাংশ।
এবার লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের লোকসভার জন্য লড়াইয়ে ছিলেন ৮,০০০ প্রার্থী।
শেষ দফায় লড়াই করেছেন ৯১৮ প্রার্থী। এদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
এই দফায় ভোট হয়েছে পঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড ও চণ্ডীগড়ে। পশ্চিমবঙ্গে ছিল ৯ আসনে নির্বাচন।
এবার পঞ্জাবের ১৩ আসনে ভোট পড়েছে ৫৯ শতাংশ। চণ্ডীগড়ে পড়েছে ৬৪ শতাংশ।
মধ্যপ্রদেশের ৮ আসনে ভোট পড়েছে ৭১.১৫ শতাংশ। বিহারে ৫৩.৫৫ শতাংশ। হিমাচলপ্রদেশ-৬৯.৭৩ শতাংশ, উত্তরপ্রদেশ-৫৭.৮৬ শতাংশ, পশ্চিমবঙ্গ-৭৩.৫১ শতাংশ, ঝাড়খণ্ড-৭১.১৬ শতাংশ, ছণ্ডীগড়-৬৩.৫৭ শতাংশ।