নজরে বারাণসী, কালভৈরব মন্দিরে পুজো দিয়ে আজ মনোনয়নপত্র জমা দেবেন নরেন্দ্র মোদী
বৃহস্পতিবার মেগা রোড শো-র পর ফের তোলপাড় হতে চলেছে মন্দির শহর। আজ শুক্রবার বারাণসীতে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন নরেন্দ্র মোদী।
বারাণসীর কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে যাবেন মোদী।
মোদীর মনোনয়ন জমা দেওয়া উপলক্ষ্যে একটি বিশাল মিছিলের আয়োজন করেছে বিজেপি। সেটি শুরু হবে মালডাহিয়া থেকে। সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে মালা দিয়ে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল করে যাবেন মোদী।
দু’দিনের সফরে বর্তমানে বারাণসীতে রয়েছেন মোদী। শুক্রবার সকাল আটটা নাগাদ তিনি বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে একটি বৈঠক সারবেন। ১১টা নাগাদ কাল ভৈরব মন্দিরে পুজো দেবেন। সাড়ে এগারোটা নাগাদ তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেবেন।
মনোনয়ন জমা দেওয়া উপলক্ষ্যে উপস্থিত থাকবেন এক ঝাঁক এনডিএ শরিক দলের নেতারা। এদের মধ্যে রয়েছেন নীতীশ কুমার, প্রকাশ সিং বাদল, রাম বিলাস পাসোয়ান, উদ্ধব ঠাকরে। এছাড়াও থাকছেন দলের শীর্ষ নেতারা।
উল্লেখ্য আগামী ১৯ মে বারাণসীতে ভোট নেওয়া হবে। গতবার এই আসন থেকে হারিয়েছিলেন আম আদমী পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। এবার তাঁর বিরুদ্ধে এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অজয় রাই।