শেষ দফায় আরও কড়া কমিশন; সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, ৪৬১ ক্যুইক রেসপন্স টিম
রবিবার শেষদফায় ৯ আসনে ভোটগ্রহণে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। থাকছে ক্যুইক রেসপন্স টিম।
২
মোট ১৭,০৫৮ বুথে মোতায়েন করা হচ্ছে ৭১০ কোম্পানি বাহিনী।
ভোটদান সুষ্ঠু ও অবাধ করতে রাখা হচ্ছে ৪৬১ ক্যুইক রেসপন্স টিম। কোনও ঘটনা ঘটার ৫-৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে এই টিম। সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যেই কাজ করবে এই বাহিনী। পথ চেনাবার প্রতিটি টিমের থাকবেন একজন কনস্টেবল।
থাকছে কলকাতা পুলিসের ১৭৮ নিজস্ব ক্যুইক রেসপন্স টিম ও ফ্লাইং স্কোয়াড।
নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন গেস্ট হাউসে। বিকেল পাঁচটার পর শহরে ঢোকায় কড়াকড়ি করা হচ্ছে।