ভোট দিলেন অমিতাভ, জয়া, ঐশ্বর্য, প্রিয়াঙ্কা, বরুণ সহ সমস্ত বলিউড সেলেবরা
ভোট দিতে যাওয়া এক বয়স্ক মহিলাকে ভোট দিতে যেতে সাহায্য করেন বরুণ ধাওয়ান। তাঁকে হাত ধরে ভোট কেন্দ্রে ঢুকতে সাহায্য করেন বরুণ।
ভোট দেন শাহরুখ খান।
ভোট দেন সলমনের বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও তাঁর স্বামী অতুন অগ্নিহোত্রী।
ভোট দিতে যান সলমন খান।
ভোট দিতে যান আরবাজ খান ও সোহেল খান।
মায়ের সঙ্গে ভোট দিতে যান শিল্পা শেঠি।
দুই মেয়ে ইশা ও এষাকে নিয়ে ভোট দিতে যান হেমা মালিনী।
ভোট দিতে গিয়ে ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন রণবীর সিং।
ভোট দিলেন রণবীর সিং।
ভোট দিলেন সোহা আলি খান।
ভোট দিলেন অর্জুন রামপাল।
ভোট দিলেন মালাইকা অরোরা।
ভোট দেন ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন।
জয়া বচ্চনকে সঙ্গে নিয়েই ভোট দিতে যান অমিতাভ বচ্চন।
ভোট দেন গায়ক কৈলাস খের।
ছেলে তৈমুরকে নিয়েই ভোট দিতে যান করিনা কাপুর খান।
ভোট দেন বিদ্যা বালান।
ভোট দেন জাভেদ আখতার ও শাবানা আজমি।
ভোট দেন সঞ্জয় দত্ত ও তাঁর স্ত্রী মান্যতা দত্ত।
ভোট দেন পরিচালক মহেশ ভাট।
ভোটদিতে যান খ্যাতনামা কবি তথা গীতিকার গুলজার।
স্ত্রীকে নিয়ে ভোট দিতে যান গায়ক শঙ্কর মহাদেবন।
ভোট দিলেন উর্মিলা মাতন্ডকর।
ভোট দিলেন করণ জোহর।
ভোট দিলেন অভিনেতা সোনু সুদ।
ভোট দিতে যান কঙ্গনা রানাওয়াত।
ভোট দিতে যান অনুপম খের।
পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে ভোট দিতে যান বরুণ ধাওয়ান সোশ্য়াল মিডিয়ায় সকলকে ভোটদানের পরামর্শও দেন বরুণ।
স্বামী গোল্ডি বেহেলের সঙ্গে ভোট দিতে যান অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
সেন্ট অ্য়ান গীর্জা সংলগ্ন একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান নবাগতা অভিনেত্রী তথ গায়িকা তারা সুতারিয়া।
সেন্ট অ্য়ান গীর্জা সংলগ্ন একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান ফ্য়াশান ডিজাইনার মনীষ মালহোত্রা।
ভোট দিতে যান অভিনেতা ইমরান হাসমি, সোশ্য়াল মিডিয়ায সকলকে ভোট দানের পরামর্শও দেন তিনি।
সমস্ত কাজ ফেলে রেখে সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন রাজপাল যাদব।
সেন্ট অ্য়ান গির্জা সংলগ্ন একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যান আমির খান ও কিরণ রাও।
মাউন্ট মেরি কনভেন্ট হাইস্কুলের বুধ কেন্দ্রে ভোট দিতে যান 'গলি বয়', 'রাজি' খ্যাত পরিচালক জোয়া আখতার।
ভোট দিতে যান দিয়া মির্জা।
ছেলে যুগকে নিয়ে ভোট দিতে যান কাজল ও অজয়।
বান্দ্রার রিজভি কলেজের বুধে ভোট দিতে যান টাইগার শ্রফ।