‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের ক্ষমা চাইবেন, সুপ্রিম কোর্টে জানালেন রাহুল গান্ধী
অবশেষে পিছু হঠলেন রাহুল গান্ধী। ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য শেষপর্যন্ত সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে বাধ্য হলেন কংগ্রেস সভাপতি। এনিয়ে ক্ষমা প্রার্থনা করবেন বলে জানালেন রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি।
মঙ্গলবার রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে বলেন, চৌকিদার চোর হ্যায় মন্তব্যের জন্য রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছিলেন তাতে তিনটি ভুল ছিল। উনি এনিয়ে দুঃখ প্রকাশ করেছেন যা ক্ষমা প্রার্থনার সামিল। আগামী ৬ মে এনিয়ে অতিরিক্ত হলফনামা দিয়ে ক্ষমা চাইবেন কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, রাফাল চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী সম্প্রতি বলেন, এখনও সুপ্রিম কোর্টও বলছে চৌকিদার চোর হ্যায়। এই কথা আমি গত কয়েক মাস ধরে বলে আসছি।
রাহুলের ওই মন্তব্যের পর এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। সেখানে তিনি অভিযোগ করেন, রাহুল ওই মন্তব্য করে শীর্ষ আদালতের অবমাননা করেছেন। সেই মামলায় রাহুল গান্ধীকে হলফনামা দিতে বলে সুপ্রিম কোর্টে। সেখানে রাহুল গান্ধী দুঃখপ্রকাশ করেন। তার পরই এই ক্ষমাপ্রার্থনা করেন কংগ্রেস সভাপতি।
মামলার শুনানির সময়ে লেখির আইনজীবী মুকুল রোহতগি বলেন, রাহুল উদ্দেশ্য প্রণদিতভাবে চৌকিদার চোর হ্যায় মন্তব্য সুপ্রিম কোর্টের ওপরে চাপিয়ে দিয়েছেন। উনি শুধুমাত্র দুঃখপ্রকাশ করেছিলেন। আদালত অবমাননার ক্ষেত্রে ক্ষমা ছাড়া আর কোনও উপায় নেই।