সুদীপের রবিবাসরীর প্রচার মাতালেন ‘আদিবাসী’ মহিলারা, দেখুন ছবিতে
জঙ্গলমহল নয়। সুদীপের প্রচারে রাস্তায় নামলেন ‘আদিবাসী’ মহিলারা। পরনে ঘাসফুল প্রিন্টের শাড়ি। সঙ্গে ধামসা-মাদল।
আসলে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যারা আদিবাসী নাচে মতে উঠলেন তাঁরা কেউ আদিবাসী নন। খাস কলকাতার মানুষ।
রবিবার শ্যামবাজারে প্রচার সারলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
প্রথমে পায়ে হেঁটে শুরু করলেও পরে এলাকায় জনসংযোগ সারলেন হুড খোল জিপে।
সুদীপের ওপরে মানুষের পুস্পবৃষ্টি ছিল চোখে পড়ার মতো।
সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ভগবান আমার বিরুদ্ধে এমন একজন প্রার্থীও দিলেন না যাঁর ভোটে জেতার অভিজ্ঞতা রয়েছে। কেমন লড়াই হবে বুঝুন।