ভোটের বাদ্যি বাজার আগেই খসড়া তৈরি বিজেপির, কার ঘাড়ে কোন দায়িত্ব জেনে নিন
২০১৯ লোকসভা নির্বাচন আর খুব বেশি দেরি নেই। ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে হারের পর এবার বড় পরীক্ষা বিজেপির। তারই প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির।
নির্বাচনে দলের নেতারা কে কোন দায়িত্ব থাকবেন তানিয়ে রবিবারই বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ইস্তেহার কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। এবার বিজেপির ইস্তেহারকে বলা হচ্ছে সংকল্প পত্র।
অরুণ জেটলিকে রাখা হয়েছে প্রচারের দায়িত্বে। গতবার এই দায়িত্বে ছিলেন মুরলী মনোহর যোশী।
এবার প্রচারে গুরুত্ব বাড়ছে সুষমা স্বরাজের। তাঁর হাতে দেওয়া হয়েছে একটি টিম। ওই টিমই বিজেপির নির্বাচন সংক্রান্ত সব ধরনের নথি তৈরি করবে। সুষমাকে সাহায্য করবেন বিনয় সহস্রবুদ্ধে, প্রভাত ঝা, কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা, সতীশ উপাধ্যায়, অনুরাগ ঠাকুর, সুধাংশু ত্রিবেদ্বী।
দলের মিডিয়া সেলের দায়িত্ব দেওয়া হয়েছে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে।
রাজনাথ সিংকে সাহায্য করবেন অরুণ জেটলি, নির্মলা সীতারমন, পীযূষ গোয়েল, মুখতার আব্বাস নকভি, শিবরাজ সিং চৌহান, নারায়ণ রানে, সুশীল মোদী, কেশবপ্রসাদ মৌর্য, রাম মাধব, ভূপেন্দ্র যাদব, মীনাক্ষি লেখি ও অর্জুন মুন্ডা।
সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে নিতিন গডকরীকে। তাঁর সঙ্গে থাকছেন কৈলাশ বিজয়বর্গীয়, সদানন্দ গৌড়া, এসএস আলুওয়ালিয়া, শিবপ্রসাদ শুক্ল, পিএন সিং।