হেরেও মান বাঁচাল বিকাশ, বাকি সব বাম প্রার্থীদেরই জামানত বাজেয়াপ্ত
রাজ্যে বিলুপ্ত বাম। ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যে খাতা-ই খুলতে পারল না বামেরা।
রাজ্যে ৪০ আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। একমাত্র বিকাশ ভট্টাচার্য ছাড়া বাকি সব বাম প্রার্থীর-ই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
ভোট শতাংশের হিসেব বলছে, ২০১৬-র ফলাফলের নিরিখে শতাংশের বিচারে বিজেপির ভোট ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। বামেদের ভোট গিয়েছে বিজেপির ঝুলিতে। রাজ্যের সর্বত্র দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। তৃতীয় স্থানে নেমে গিয়েছে বামেরা।
এবার ভোটে বিজেপির ঝুলিতে গিয়েছে ৪০.২ শতাংশ ভোট। সেখানে বামেরা পেয়েছে সর্বসাকুল্যে সাড়ে ৭ শতাংশ ভোট (সিপিআইএম ৬.৩৭, সিপিআই ০.৩৯, ফরোয়ার্ড ব্লক ০.৪২, আরএসপি ০.৩৭ শতাংশ ভোট)
এই প্রথমবার রাজ্য থেকে কোনও বাম সাংসদ নেই। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর প্রবল ঘাসফুল ঝড়ের মধ্যেও ২০১৪ লোকসভা নির্বাচনে ২টি আসনে জিতেছিল বামেরা। কিন্তু তার ৫ বছরের মাথায় এবার, পদ্মঝড়ে রাজ্য থেকে কার্যত 'উড়ে গেল' বামেরা।
তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৪৩.৪ শতাংশ ভোট। আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৫.৪৮ শতাংশ ভোট।