হলদিয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ব্যাপক বোমাবাজির অভিযোগ
নিজস্ব প্রতিবেদন : ভোটগ্রহণ শুরু হতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল হলদিয়ার সুতাহাটায় গোপালপুর বিবেকানন্দ বিদ্যালয়ে। অভিযোগ, ভোটগ্রহণ শুরু হতেই একদল দুষ্কৃতী ভোট দিতে বাধা দেয়।
এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। ইটবৃষ্টি চলে। চলে ভাঙচুর। যে ঘরে ইভিএম রয়েছে, সেই ঘরের জানলা ভাঙা হয়। ভাঙা হয় টিউবলাইট। পুলিসকে লক্ষ্য করেও ইটবৃষ্টি চলে বলে অভিযোগ।
এই পরিস্থিতির মধ্যে যাঁরা ভোট দিতে এসেছিলেন, তাঁরা অনেকে সাইকেল ফেলেই ভয়ে পালিয়ে যান। বুথ চত্বরে পড়ে থাকতে দেখা যায় সাইকেল।
পরে রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোট দিতে দিচ্ছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।