সব বুথে কেন কেন্দ্রীয় বাহিনী নেই? DCRC তে বিক্ষোভ ভোটকর্মীদের
রাত পোহালেই রাজ্যে প্রথম দফা নির্বাচন। আলিপুরদুয়ার ও কোচবিহারে এখন চূড়ান্ত প্রস্তুতি। দুই কেন্দ্রে দুই কেন্দ্রে বুথের সংখ্যা ৩৮৪৪টি।
কলেজ ময়দানে ভোট প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকেই ডিসিআরসি-তে আসতে শুরু করেছেন ভোট কর্মীরা।
কোচবিহার পলিটেকনিক থেকে ৬১০টি বুথের সরঞ্জাম দেওয়া হচ্ছে। ডিআরডিসিতে ভোট কর্মীদের নিরাপত্তার বিষয়ে আলাদা করে প্রেস নোট দেওয়া হয়েছে।
তবে কেন্দ্রীয় বাহিনীতে সন্তুষ্ট নন ভোট কর্মীরা। সব বুথেই কেন কেন্দ্রীয় বাহিনী নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
পঞ্চায়েত নির্বাচনে যে হিংসা হয়েছে, তারপর এই নির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে, তা ভোট করাবেন না বলে সোচ্চার ভোটকর্মীরা। প্রসঙ্গত, দুই কেন্দ্রে ৫০-৬০শতাংশ বুথ স্পর্শকাতর। প্রত্যেকটি স্পর্শকাতর বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। তাছাড়াও সব বুথে থাকছে সশস্ত্র বাহিনী।