ঘিরে ধরে ইট বৃষ্টি! কোচবিহারে বিজেপির `হামলা`য় আহত পুলিসকর্মী
বিজেপির হামলায় পুলিসকর্মী আহত হওয়ার অভিযোগ উঠল কোচবিহারের বলরামপুরে।
বলরামপুরে ৮ / ২৪৫ বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগ, পুলিস বাধা দিলে শুরু হয় পাথর বৃষ্টি । আহত হয়েছেন ২ জন পুলিসকর্মী ।
অভিযোগ, দিনহাটা থেকে বিজেপির বাইক বাহিনী এসে ঘিরে ধরে। তারপরই পুলিসের উপর পাথর ছোঁড়ে।
আহত পুলিসকর্মীরা জানিয়েছেন, "আমরা ৩ জন ছিলাম। আমাদের ঘিরে ধরে। হাত ধরে টানাটানিও করে।"