কোচবিহারে মোদীর সভার আগে মঞ্চ বেঁধে মাঠ দখল করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির
নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীর সভা পণ্ড করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, কোচবিহারের রাসমেলা ময়দান সভা করার কথা নরেন্দ্র মোদী। আর সেটা জানতে পেরেই মঞ্চ করে মাঠ দখল করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
৭ এপ্রিল কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করার কথা নরেন্দ্র মোদী। ওই মাঠেই পরের দিন অর্থাত্ ৮ এপ্রিল সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাসমেলা ময়দানে মোদী আসার আগেই মঞ্চ বেঁধে নিয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর ভয়ে আগেভাগেই মাঠ দখল করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির আরও অভিযোগ, প্রশাসনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে তৃণমূল। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির।
কোচবিহারে রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর হুঁশিয়ারি, মঞ্চ খুলতে হবে তৃণমূলকে। স্বৈরাচারী সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর শেষ দেখে ছাড়ব।