বাংলায় কমছে তৃণমূল, বাড়ছে বিজেপি, ইঙ্গিত আরও একটি জনমত সমীক্ষার
রাজ্যে বিজেপির উত্থানের আভাস দিচ্ছে সবকটি জনমত সমীক্ষাই। শুক্রবার নিয়েলসনের সমীক্ষাতেও তার ব্যতিক্রম ঘটল না।
পশ্চিমবঙ্গে ২২ থেকে ২৩টি আসন জেতার লক্ষ্য নিয়েছে বিজেপি। আর তা নিশ্চিত করতে তৃণমূল নেতাদের ভাঙিয়ে এনেছেন মুকুল রায়। কিন্তু তা সত্ত্বেও দু'অঙ্কের আসনে পৌঁছতে পারছে না গেরুয়া শিবির।
নিয়েলসনের জনমত সমীক্ষার আভাস, রাজ্যে বিজেপি পেতে পারে ৮টি আসন।
বিজেপির উত্থানের জেরে গতবারের চেয়ে আসন কমছে তৃণমূলের। ৩১টি আসন পেতে পারে ঘাসফুল, ইঙ্গিত নিয়েলসনের সমীক্ষার।
বাকি বিরোধীদের কী অবস্থা? গতবার ৪টি আসন পেয়েছিল কংগ্রেস। এবার তা একটি কমে দাঁড়াচ্ছে ৩টি আসনে। তবে বামফ্রন্টের খাতায় আসছে শূন্য আসনে। রাজ্যে খালি হাতেই থাকতে হচ্ছে বিমান বসুদের।
এর আগে ভিএমআর-এর জনমত সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল, রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৩১টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। বাকি ১১টি আসন পেতে পারে বিজেপি