রাজ্যে উত্থান বিজেপির, কমছে তৃণমূলের আসন, আভাস VMR-এর জনমত সমীক্ষার

Tue, 19 Mar 2019-12:41 am,

রাজ্যে অন্তত ২৩টি আসন জেতার লক্ষ্য বিজেপি। কিন্তু সেই লক্ষ্যপূরণ না হলেও প্রথমবার বাংলায় দু'অঙ্কের আসনে পৌঁছতে সক্ষম হচ্ছে গেরুয়া শিবির। 

 

টাইমস নাও-ভিএমআর-এর জনমত সমীক্ষা অনুযায়ী, রাজ্যে ৪২টি আসনের মধ্যে ৩১টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ইতিমধ্যেই ৪২-এ ৪২ করার ডাক দিয়েছেন। ফলে নিঃসন্দেহে সমীক্ষা মিলে গেলে তৃণমূলের পক্ষে সুখকর নয় বলে মত রাজনৈতিক মহলের একাংশের।        বাকি ১১টি আসন পেতে পারে বিজেপি, বলছে জনমত সমীক্ষা। 

 

বাকি ১১টি আসন পেতে পারে বিজেপি, বলছে জনমত সমীক্ষা। 

 

দিলীপ ঘোষদের উত্থানের সঙ্গে সমানুপাতিকভাবে গুরুত্ব কমছে বামেদের। ৩৪ বছরের শাসন চালানোর পর আসন্ন লোকসভা ভোটে একটাও আসন নিশ্চিত করতে পারছে না সিপিএম। কংগ্রেসও একটা আসন পাচ্ছে না। 

টাইমস নাও-এর দাবি, সমীক্ষাটি করা হয়েছে ১৭,০০০ জনের মতামতের ভিত্তিতে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link