হাটে গিয়ে ভোট প্রচার বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের, দেখুন ছবি
শনিবার প্রচার সারলেন যাদবপুরের বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
জনসংযোগ বাড়াতে হাটবারকেই বেছে নিলেন তিনি। ভাঙরের অন্যতম জনপ্ৰিয় হাট হলো গাবতলা হাট। আর সেই হাটে আজ ছিল হাটবার। প্রচুর মানুষের সমাগমেই সারলেন ভোট প্রচার।
গাবতলা হাটে প্রচার সেরে মিছিল করে হাতিশালা মোড় পর্যন্ত গিয়ে শেষ করেন। উল্লেখ্য, ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম দফার ভোট। শেষ বেলার প্রচারে ব্যস্ত বাম-ডান সব দলই।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, "এরকম একটা ত্রাস যে এলাকায় আছে সন্ত্রাস থাকা সত্তেও মানুষ যে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে এটা খুবই ভাল ইঙ্গিত। ভাঙরে যদি তৃণমূল গুন্ডামি না করে, নির্বাচন কমিশন যদি গুন্ডামি ঠেকাবার চেষ্টা করে আমরা ভাঙর থেকে জিতবোই। এই নিয়ে কোনও সন্দেহ নেই।"
এ দিন তিনি আরও বলেন "তৃণমূল গুন্ডামি করলেআমাদের ও প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়া তাঁদের মনোভাব বোঝা এটাই তো আমাদের কাজ সেই কাজে আমরা নেমেছি এবং খুব ভাল সারা পাচ্ছি মানুষ খুব স্বতঃস্ফূর্ত। বিভিন্ন এলাকার মানুষ জড়ো হয়।" প্রত্যেকের বাড়ি যাওয়া সম্ভব নয়। সেইকারণেই হাটবারকে বেছে নেওয়া বলে জানিয়েছেন প্রার্থী।