`ভয় দেখাচ্ছে`, অভিযোগ পেতেই বাড়ি ঢুকে অভিযুক্তদের তাড়াল বাহিনী
বাড়ির ভিতর ঢুকে ভয় দেখানোর অভিযোগ। অভিযোগ পেতেই কড়া হল বাহিনী।
সোজা বাড়ির ভিতর ঢুকে হিড়হিড় করে টেনে বের করে আনে অভিযুক্তকে।
ঘটনাটি বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়ার গয়েশপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লি এলাকার।
অভিযুক্ত নিজেকে পাড়ার ছেলে বলে দাবি করে। জানায়, ওই এলাকাতেই তাঁর বাড়ি।
কিন্তু, সেকথায় কান দেননি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ অনুযায়ী কড়া ব্যবস্থা নেয়।
রীতিমতো ডান্ডা হাতে ওই ব্যক্তিকে তাড়া করতে দেখা যায় এক জওয়ানকে।
তাতেও ওই ব্যক্তি কথা না শুনলে, তারপর কলার ধরে টেনে ওই ব্যক্তিকে এলাকা ছাড়া করে আধাসেনা।