Exclusive: প্রার্থী হবে গো? রাতবিরেতে তৃণমূল বিধায়কের বাড়িতে দিলীপ
অঞ্জন রায়: রাজ্যের ২৯টি লোকসভা আসনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও ১৩টি আসনের প্রার্থী ঘোষণা বাকি। সূত্রের খবর, শনিবার রাতে তৃণমূলের এক বিধায়কের বাড়িতে হানা দেন বিজেপির রাজ্য সভাপতি।
শনিবার বিজেপিতে যোগ দেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল ও সিপিএমের বহিষ্কৃত নেতা আইনুল হক। বর্ধমান-দুর্গাপুর, ডায়মন্ড হারবার ও হাওড়া- এই তিনটি কেন্দ্রের মধ্যে একটিতে অগ্নিমিত্রাকে প্রার্থী করা হতে পারে বলে খবর। বর্ধমান-দুর্গাপুরে আইনুল হককে প্রার্থী করা নিয়ে চলছে জল্পনা।
প্রথম দফায় রাজ্যের ২৮টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। শনিবার জঙ্গিপুর আসনে প্রার্থী করা হয় মাফুজা খাতুনকে। দু'বারের সিপিএম বিধায়ক তিনি।
বিজেপি সূত্রের খবর, বারাসত আসনে প্রার্থী করা হয়েছে মৃণালকান্তি দেবনাথকে। তবে ওই কেন্দ্রে প্রার্থী বদল হতে পারে।
বারাসতে এক তৃণমূল বিধায়ককে প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির। ওই তৃণমূল বিধায়ককে নিয়ে অতিসম্প্রতি জল্পনা ছড়িয়েছিল। তবে সে দফায় সম্ভব হয়নি। দল ছাড়েননি ওই বিধায়ক। তবে বিজেপির দিকে ঝুঁকে থাকার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন।
সূত্রের খবর, শনিবার রাতে ওই বিধায়কের বাড়িতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। ওই হেভিওয়েট বিধায়ককে বারাসতের প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। দিন কয়েক আগে মুকুল রায়ও তাঁর বাড়িতে গিয়ে সেই প্রস্তাব দিয়েছিলেন বলে খবর।
বারাসতের প্রার্থী ঘোষণা করা হয়ে গেলেও এই তৃণমূল বিধায়ককে দল ভাঙিয়ে এনে সেখানে প্রার্থী করতে চাইছেন দিলীপ-মুকুলরা। তবে এব্যাপারে দুপক্ষই মুখে কুলুপ এঁটেছে।
রাজ্য বিজেপি অবশ্য গোপন বৈঠকের কথা মানতে চায়নি। বিজেপির তরফে জানানো হয়েছে, রাজ্য সভাপতি কারও সঙ্গে বৈঠকে বসেননি।