গোলাপ, সেলফিতে ভোট ময়দানে প্রথমদিনেই `হিট` মিমি ম্যাজিক!
রবিবাসরীয় দুপুরে ভোটের ময়দানে নামলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন বাড়ি থেকে বেরনোর সময় ক্যামেরাবন্দি অভিনেত্রী।
গরমে তাঁর কোনও সমস্যা নেই। অভ্যাস আছে। কলকাতার গরমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় রয়েছে। জানিয়েছেন মিমি।
হলুদ রঙের সুতোর কাজ করা কুর্তির সঙ্গে মানানসই সাদা রঙের ঢোলা পাজামা। ঠোঁটে হাল্কা লিপস্টিক, কানে ছোট্ট দুল। এরসঙ্গেই রয়েছে কুর্তিতে লাগানো ঘাসফুল ব্যাচ। প্রথমদিনের পোশাকেই বুঝিয়ে দিলেন ভোট প্রচারে তাঁর স্টাইল স্টেটমেন্টটা ঠিক কী হতে চলেছে...
এদিন বারুইপুরের মল্লিকপুরে তৃণমূল কংগ্রেস আয়োজিত একটি রক্তদান শিবিরে যোগ দেন মিমি।
মিমি পৌঁছতেই তাঁকে নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে।
মিমির সঙ্গে একটা সেলফি! তারকা প্রার্থীর সঙ্গে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কাউকে-ই নিরাশ করেননি মিমি। হাসিমুখে মেটালেন আবদার।
অভিনেত্রী প্রার্থীকে গোলাপের স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়।
লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী।
তাঁর বিপক্ষে বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে দাঁড় করিয়েছে সিপিআইএম।
কিন্তু তাতে দমছেন না আত্মবিশ্বাসী মিমি।
বরং নিজেকে 'মেয়ের মতো' বলে দাবি করে 'আশীর্বাদের আবদার' করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
রাজনীতিতে একদম 'আনকোরা' মিমিকে সরাসরি লোকসভা ভোটে শাসকদল প্রার্থী করায়, কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
মিমির স্পষ্ট জবাব, "রাজনীতি সর্বত্র, ঘরের অন্দরেও। প্রতিটি মানুষকেই রাজনীতি জানতে হয়।" কটাক্ষকে তাই মোটেও আমল দিচ্ছেন না তিনি।
হাসিমুখে তৃণমূলের তারকা প্রার্থী।
প্রার্থী ঘোষণা হতেই তাঁকে নিয়ে কাটাছেঁড়া চলছে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাজারো মিম ছড়ালেও মিমি কনফিডেন্ট। সেই আত্মবিশ্বাস-ই ধরা পড়ল চোখেমুখে।
শুটিং ফ্লোরের ডেডিকেটেড অভিনেত্রী থেকে রাজনীতির মনযোগী ছাত্রী মিমি চক্রবর্তী।