আপনাদের সঙ্গে রমজানের উপোস রাখব, সংখ্যালঘুদের সভায় বললেন মিমি
রমজান মাসে ভোট নিয়ে শুরুতেই আপত্তি করেছিল তৃণমূল। তবে সেই আপত্তিতে সাড়া দেয়নি নির্বাচন কমিশন। রবিবার বারুইপুরে গিয়ে সংখ্যালঘুদের সভায় যাদবপুরের তৃণমূল প্রার্থীর ঘোষণা, ভোটের দিন রমজানের উপোস রাখবেন তিনি।
ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের খতিয়ান পেশ করেন মিমি চক্রবর্তী। এরপরই তিনি বলেন, ''যতক্ষণ ভোট শেষ হবে না, ততক্ষণ রমজানের উপোস রাখব''।
মিমি আরও বলেন, ''এখানে আসতে পারব না। কিন্তু ভাই-দাদাদের জন্য এটুকু তো করতেই পারি। আপনাদের সঙ্গেই ভোটর দিন উপোস ভাঙব''।
যাদবপুরের প্রার্থী আবেদন করেন, চুপচাপ জোড়াফুলে ছাপ দেবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
রাজনৈতিক মহলের মতে, সর্ব ধর্ম সম্বণ্বয়ের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই হাঁটলেন যাদবপুরের তৃণমূল প্রার্খী মিমি।