কেন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন না? কী ব্যাখ্যা দিয়েছেন মোদী?
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী হওয়ার পর কার্যকালের শেষলগ্নে এসে সাংবাদিক বৈঠকে 'দর্শন' দিলেন মোদী। অথচ প্রশ্নের জবাব দেননি। কেন? নিজেই সেই ব্যাখ্যা দিয়েছেন নমো।
সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি দেবেন না বলে স্পষ্ট করে দেন মোদী। তাঁর ব্যাখ্যা, সভা ডেকেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি দেবেন না। মোদীর কথায়, 'আমি দলের অনুগত সৈনিক'।
এদিন সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করেন, দীর্ঘ সময় পর প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রত্যাবর্তন হতে চলেছে।
প্রধানমন্ত্রীর সুরেই অমিত শাহের প্রত্যয়ী ঘোষণা, একা বিজেপিই ৩০০ আসন পার করে দেবে।
সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদী কোনও প্রশ্নের জবাব না দেওয়ায় রাহুল গান্ধী কটাক্ষ করেন, 'অভিনন্দন মোদিজি। দারুণ সাংবাদিক সম্মেলন। অন্তত দর্শন দিয়েছেন। পরেরবার কয়েকটা প্রশ্নের জবাব দিতে আপনাকে অনুমোদন দেবেন অমিত শাহ। খুব ভাল হয়েছে'।