আমার একটা কুৎসিত ছবি আঁকুন, প্রধানমন্ত্রীর পদে ফেরার পর উপহার দেবেন: মোদী
নিজস্ব প্রতিবেদন: তাঁর একটি ছবি আঁকার জন্য টাকির সভা থেকে মমতাকে আবেদন করলেন নরেন্দ্র মোদী। কটাক্ষের সুরে বললেন, ২৩ মে-র প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আবাসে এসে উপহার দিন ওই ছবি।
মমতার ছবি বিকৃতির অভিযোগে হাওড়ার বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেফতার করে পুলিস। ১৪ দিনের জেলা হেফাজতে নেওয়া হয় প্রিয়াঙ্কাকে। ঘটনার উল্লেখ না করেই মমতাকে বিঁধলেন মোদী।
চাকির সভায় মোদী বলেন,''মমতার ঔদ্ধত্যের সবক শেখাবেন বাংলার মেয়েরাই। বাংলা মা দুর্গা ও সরস্বতীর ভূমি। মহিলাদের অপমান মানে মায়ের অপমান। একটা ছবির জন্য এতো রাগ!''
এরপরই মোদীর কটাক্ষ,''আপনি নিজেই শিল্পী। শুনেছি, নারদা-সারদা নাম জপ করে কোটি টাকায় বিক্রি হয় আপনার ছবি। বাংলার মাটি থেকে আপনাকে বলছি, আপনার রাগ ঠান্ডা করার জন্য আমার একটি কুত্সিত ছবি আঁকুন''।
২৩ মে ভোটের ফলপ্রকাশের পর তিনিই যে প্রধানমন্ত্রী হবেন, তার ঘোষণা এদিনই করেন মোদী। তাঁর প্রত্যয়ী মন্তব্য, ২৩ মে-র পর প্রধানমন্ত্রীর শপথ হওয়ার পর নিবাসস্থলে আসুন। ওই বাজে ছবি আমায় উপহার দিন। আমি রেখে দেব। আপনার নামে এফআইআর করব না।