২৩ মে ফেরার পর চিটফান্ড নিয়ে বড় পদক্ষেপ, মুকুলকে পাশে নিয়ে কী আশ্বাস মোদীর?
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের প্রচারে আরও একবার সারদা ও নারদাকাণ্ড নিয়ে শাসক দলকে নিশানা করছেন নরেন্দ্র মোদী। বুধবার রানাঘাটের জনসভা থেকে আরও একবার মোদীর মুখে সারদা, রোজভ্যালি। আশ্বাস দিলেন, ক্ষমতায় ফিরলে সারদা ও নারদাকাণ্ডে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।
রানাঘাটের জনসভায় মুকুল রায়কে পাশে নিয়ে নরেন্দ্র মোদী বলেন, ''ঠিক এক মাস বাদে ২৩ মে নির্বাচনের ফল প্রকাশ হবে। ফির একবার, মোদী সরকার। আপনাদের ইচ্ছায় বড় পদক্ষেপ করা হবে''।
মোদীর প্রতিশ্রুতি, চিটফান্ডের নামে গরিব পরিবারগুলিকে প্রতারিত করা হয়েছে। দোষীদের উপযুক্ত জায়গায় পৌঁছনো হবে। গরিবদের পাই পয়সার হিসেব নেব। চোখের জলের দাম দিতে হবে অপরাধীদের।
মমতাকে নিশানা করে মোদী বলেন,''চিটফান্ডের চক্কর থেকে বাঁচতে কেন্দ্রে দুর্বল সরকার চাইছেন মোদী। কিন্তু ওনার আশায় জল ঢেলে দিয়েছেন বাংলার মানুষ। বাংলার মানুষকে ভরসা দিচ্ছি, নেতা হোক বা অফিসার, সারদা-রোজভ্যালিকাণ্ডের দোষীদের ছাড়া হবে না''।
চলতি নির্বাচনী প্রচারেই কোচবিহারের সভায় সারদা-নারদা নিয়ে মমতাকে বিঁধেছিলেন মোদী। তখন পাল্টা মুকুলের নাম না করে মমতা বলেছিলেন, ''সারদা-নারদা চিটফান্ডের মূল মাথা তো আপনার পাশে রয়েছেন''। সেদিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে মুকুল রায় দাবি করেন, ডেলোর বাংলোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল।