বাংলার মিষ্টি খেতে পছন্দ করেন মোদী, কীভাবে জানলেন মমতা?
নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে তবে সৌজন্যের ঘাটতি নেই। নির্বাচনী লড়াইয়ে একে অপরকে লক্ষ্য করে নিশানা করছেন মমতা-মোদী। প্রধানমন্ত্রী বলছেন, 'স্পিডব্রেকার দিদি'। মমতার পাল্টা, 'এক্সপায়ারি বাবু'। কিন্তু কথার লড়াই থাকলেও সৌজন্যে কমতি নেই। আর সে কথা অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাত্কারে ফাঁস করলেন খোদ মোদীই।
বিরোধী নেতানেত্রীদের সঙ্গে আপনার কী রকম সম্পর্ক? মোদী তখন বলেন, ''এটা বললেন নির্বাচনে লোকসান হতে পারে আমার''।
মোদী বলেন,''মমতা দি প্রতিবছর একটা-দুটো কুর্তা নিজে পছন্দ করে আমাকে পাঠান''। এমনকি মিষ্টিও পাঠান। তবে সেটাও আর একটা কাহিনি।
মোদী বলে চলেন,''বাংলাদেশ সফরে দেখা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে। তারপর ঢাকা থেকে বছরে তিন-চার বার বাংলার মিষ্টি পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী''।
হাসিনা মিষ্টি পাঠান। বাঙালি মিষ্টি পছন্দও করেন মোদী। সেটা জানতে পেরে মোদীকে প্রতিবছর নানা ধরনের বাঙালি মিষ্টি বছরে একবার দুবার পাঠান মমতা।