অনায়াসেই দিল্লির তখতে ফিরছেন নমো, আভাস VMR জনমত সমীক্ষার
দিল্লির তখতে প্রত্যাবর্তন করতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। টাইমস নাও-ভিএমআর সমীক্ষায় মিলল সেই ইঙ্গিত।
পুলওয়ামা জইশ-এ-মহম্মদের আত্মঘাতী হামলা, তারপর বালাকোটে এয়ার স্ট্রাইক- দেশজুড়ে বইছে জাতীয়তাবাদের হাওয়া। যার ফায়দা সরাসরি পৌঁছতে পারে বিজেপির ভোটবাক্সে।
জনমত সমীক্ষার আভাস, ২৮৩টি আসন পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। অর্থাত্ জাদু সংখ্যা ২৭২টি পার করে যাচ্ছে তারা।
জনমত সমীক্ষার মতে, ইউপিএ পেতে পারে ১৩৫টি আসন। বাকিদের ঝুলিতে যেতে পারে ১২৫টি আসন।
সদ্য হারানো তিনটি রাজ্যে ভাল ফল করতে চলেছে এনডিএ। কেন্দ্রে মোদীর উপরেই ভরসা রাখছেন সিংহভাগ ভোটার। মধ্যপ্রদেশে ২৯টির মধ্যে ২২ আসন যাচ্ছে বিজেপির ঝুলিতে। রাজস্থানবে ২৫টির মধ্যে ২০টি গেরুয়া শিবিরের। ছত্তীসগঢ়ে ১১টির মধ্যে ৬টি পাচ্ছে বিজেপি।
উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের কাছে লোকসান হচ্ছে বিজেপির। সে রাজ্যে ৪২টি আসন পেতে পারে বিজেপি। গতবারের চেয়ে অনেকটাই কম। মায়া-অখিলেশ জোটের ঝুলিতে যেতে পারে ৩৬টি আসন।
বাংলায় ১১টি, মহারাষ্ট্রে ৩৯টি ও ওডিশায় ১৪টি আসন পেতে পারে বিজেপি। বিহারে ২৭টি আসনে জয়লাভ করতে পারে এনডিএ।
দাক্ষিণাত্যে কর্ণাটকে ১৫টি আসন জিততে পারে বিজেপি। কংগ্রেস-জেডিএস জোটের ভাঁড়ারে থাকছে ১৩টি আসন। তামিলনাড়ুতে বিজেপির শরিক এআইডিএমকে জিততে পারে মাত্র ৫টি আসন। কেরলে বাম জোট পেতে পারে মাত্র ৩টি আসন। একটা যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস জোট পেতে পারে ১৬টি। অন্ধ্রপ্রদেশে জগন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পেতে পারে ২২টি আসন। তেলেঙ্গানায় ১৭টির মধ্যে ১৩টি আসনই যাচ্ছে কে চন্দ্রশেখর রাও-র টিআরএসে।
টাইমস নাও-ভিএমআর সমীক্ষার মতে, ২০১৪ সালের চেয়ে এনডিএ জোটের ভোটের হার ৩৮.৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৪০.১ শতাংশ। সেখানে ইউপিএ-এর ভোট শতাংশ গতবারের ২৩ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৩০.৬ শতাংশ।
১৭,০০০ জনের মতামত নিয়ে সমীক্ষাটি তৈরি করা হয়েছে বলে দাবি টাইমস নাওয়ের। বলে রাখি, সমীক্ষা একটি আভাস। ভোটের ধরনের একটা ইঙ্গিত মেলে। তা বাস্তবে প্রতিফলিত নাও হতে পারে। ২০০৪ সালে বাজপেয়ী সরকার ফেরত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল সমীক্ষা। কিন্তু তা মেলেনি।