বিজেপির নাগরিকপঞ্জির আশ্বাসে ফের `দেশবিহীন` হওয়ার আশঙ্কা ছিটমহলে
কমলিকা সেনগুপ্ত: আন্তর্জাতিক চুক্তি হয়েছে। ভারতের বাসিন্দা হওয়ার বৈধতাও পেয়েছেন ওঁরা। অনেক লড়াইয়ের মিলেছে স্বীকৃতি। কিন্তু ভোটের আগে আবার শঙ্কায় ছিটমহলের বাসিন্দারা।
বিজেপি বাংলায় আসলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। তাঁর প্রতিশ্রুতি, পশ্চিমবঙ্গেও শুরু হবে নাগরিকপঞ্জি। বেছে বেছে বাদ দেওয়া হবে অনুপ্রবেশকারীদের। রবিবার প্রধানমন্ত্রীর ভাষণেও ছিল একই সুর। বলেন,''অনুপ্রবেশকারীদের তাড়াতে অসমে এনআরসি নিয়ে এসেছে। । দিদি ব্রেক লাগানোর চেষ্টা করেছেন। কিন্তু মিথ্যার রাজনীতি করতে গিয়ে বিফল হয়েছেন''।
বাংলায় নাগরিকপঞ্জি নিয়ে অশনি সংকেত দেখতে পাচ্ছেন ছিটমহলের বাসিন্দারা। অনেকেই রয়েছেন, যাঁদের নাম ওঠেনি তালিকায়। কারও কাছে বৈধ নথিপত্রও নেই।
এতদিন আন্দোলনের পর ভারতের নাগরিক হয়েছেন মহিদুল, সাজিদুলরা। তাহলে কি আবার 'দেশবিহীন' হবেন তাঁরা? অনেকে আবার বলছেন, তাঁরা আন্তর্জাতিক চুক্তির মধ্যে রয়েছেন। ফলে আশঙ্কার কারণ নেই। তৃণমূল মনে করছে, ভোটের সময় ভয় দেখাচ্ছে বিজেপি। বিজেপির বক্তব্য, ছিটমহলের বাসিন্দাদের নাম নথিভূক্ত, তাঁরা কোনও সমস্যায় পড়বেন না।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, বাংলায় নাগরিকপঞ্জি চালু হতে দেবেন না তিনি।