দলবদলুকে টিকিট! দিলীপকে পদত্যাগপত্র পাঠালেন রাজ্য বিজেপির সহ-সভাপতি
অঞ্জন রায়: প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন রাজ্য বিজেপির বহু নেতা। দীর্ঘদিন সংগঠনের জন্য পরিশ্রম করলেও টিকিট পেয়ে গিয়েছেন সদ্য দলে আসা নেতানেত্রীরা। প্রথম ধাক্কা এল রাজকমল পাঠকের কাছ থেকে। রাজ্য বিজেপির সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন তিনি।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ২৮টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করে রাজ্য বিজেপি। ওই তালিকায় টিকিট পেয়ে গিয়েছেন সদ্য শাসক দল থেকে আসা নেতারা। বারাকপুরের প্রার্থী অর্জুন সিং, যাদবপুরে অনুপম হাজরা, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ। ঘাটালে প্রার্থী হয়েছেন ভারতী ঘোষ, মালদহ উত্তরে খগেন মূর্মূ ও কোচবিহারে নিশীথ প্রামাণিক। আর এমন প্রার্থীদের দেখে কার্যত হতাশ বিজেপি বহু নেতা।
হুগলিতে প্রার্থী হয়েছিলেন রাজকমল পাঠক। ওই আসনে প্রার্থী করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়। বলে রাখি, বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট আগে তৃণমূলে ছিলেন।
লকেট প্রার্থী হওয়ায় স্বভাবতই মেনে নিতে পারেননি রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজকমল পাঠক। ২৮ বছর ধরে রাজ্যে বিজেপির সংগঠনের যুক্ত তিনি। প্রতিবাদে দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজকমল।
জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ফোনে রাজকমলবাবু বলেছেন, যেভাবে প্রার্থী বাছাই হয়েছে তাতে প্রতিবাদ হওয়া দরকার। তাই পদত্যাগ করলাম।