মোদীর সভামঞ্চে বিজেপিতে যোগ দিচ্ছেন মুকুলপুত্র শুভ্রাংশু
কমলিকা সেনগুপ্ত: লোকসভা ভোটের মাঝেই বিজেপিতে যোগদান করতে চলেছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। এদিনই ফেসবুকে তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বীজপুরের বিধায়ক।
মুকুল রায় দল ছাড়ার পর তৃণমূলে খানিকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন শুভ্রাংশু রায়। কিন্তু দল ছাড়েননি। বছর ঘুরলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শনিবার ফেসবুকে মুকুলপুত্র লিখেছেন, 'অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গেছে'।
শুভ্রাংশু রায় যে বিজেপিতে যোগদান করতে চলেছেন, সেই জল্পনা কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছিল রাজ্য রাজনীতির অন্দরে। সেই জল্পনা এদিন শুভ্রাংশু আরও স্পষ্ট করে দিলেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
তা কবে গেরুয়া শিবিরে যোগদান করবেন শুভ্রাংশু রায়? সূত্রের খবর, ২৪ এপ্রিল রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। ওই সভাতেই মুকুলপুত্র আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাবেন।
২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। কিন্তু দলেই ছিলেন শুভ্রাংশু রায়। জানিয়েছিলেন, দিদির সঙ্গে রয়েছেন। কিন্তু শুভ্রাংশুর সঙ্গে তাল কাটে তৃণমূলের।
জানা গিয়েছে, প্রায় দেড় বছর কেটে গেলেও তৃণমূলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি শুভ্রাংশুর। অর্জুন সিং বিজেপি প্রার্থী হওয়ার পর দীনেশের সমর্থনে রাস্তায় নামেন শুভ্রাংশু রায়। ইতিমধ্যে আবার মুকুল রায়কেও শুনতে হচ্ছিল, তৃণমূলে ভাঙন ধরালেও নিজের ছেলেকে ভরসা দিতে পারেননি। সুতরাং শুভ্রাংশুকে দলে আনতে পারলে 'দুর্নাম' ঘোচাতে পারবেন বাবা।