রাহুলের কাছ থেকে ৭২,০০০ পেলে স্ত্রীকে খোরপোষ দেব, আদালতে জানালেন স্বামী
আদালতে চলছে খোরপোষের মামলা। আর শুনানিতে সবাইকে চমকে দিয়ে স্বামী বাবাজীবন আদালতে জানালেন, রাহুল গান্ধী ক্ষমতায় আসার পর স্ত্রীকে খোরপোষের টাকা দিতে পারবেন।
দিন কয়েক রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসলে দেশের ২৫ কোটি মানুষকে ন্যায় প্রকল্পে আনা হবে। এই প্রকল্পে কারও আয় ১২ হাজার টাকার নীচে হলে টাকা দেবে সরকার। বছরে ৭২ হাজার টাকা পাবেন গরিবরা।
ইন্দোরের স্থানীয় আদালতে স্বামীর কাছ থেকে খোরপোষ চেয়ে মামলা করেছিলেন স্ত্রী। আদালতে তিনি দাবি করেছিলেন, তাঁর ও সন্তানদের জন্য তিন হাজার টাকা খোরপোষ দিন প্রাক্তন স্বামী।
ওই মামলাতেই মহিলার প্রাক্তন স্বামীর আইনজীবী মোহন পাতিদার আদালতে জানান, তাঁর মক্কেল কার্যত বেকার। মাসে ৫-৬ হাজার টাকা আয় করেন। এতে স্ত্রীর খোরপোষ দেওয়া সম্ভব নয়।
আদালতে মোহন পাতিদার আরও জানান, কংগ্রেস ক্ষমতায় না আসলে খোরপোষ দেওয়া সম্ভব নয়। কংগ্রেস ক্ষমতায় আসলে ৪৫০০ টাকা স্ত্রীকে দিয়ে দেবেন। বাকিটা টাকা নিজে রাখবেন।