দেড় ঘণ্টা দাঁড়িয়েও বাসের দেখা নেই! বাড়ি ফিরতে চূড়ান্ত হয়রানির শিকার অফিসযাত্রীরা
নিজস্ব প্রতিবেদন : করোনার সংক্রমণ রুখতে বারংবার সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে। এদিকে ধর্মতলায় অফিস ফেরত যাত্রীদের লাইনে ধরা পড়ল সম্পূর্ণ বিপরীত ছবি।
ধর্মতলার মেট্রো চ্যানেলে অফিস ফেরত যাত্রীদের লম্বা লাইন। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নাম গন্ধ নেই সেখানে। ষাটোর্ধ্ব মানুষজনও দাঁড়িয়ে রয়েছেন সেই লাইনে।
জিজ্ঞাসা করতেই তাঁরা জানালেন, অফিস থেকে বেরিয়ে পড়েছেন সাড়ে ৩টেয়। তারপর থেকে দেড় ঘণ্টা পেরিয়ে গিয়েছে লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু বাসের দেখা নেই।
এই পরিস্থিতিতে সোশ্যাল ডিস্ট্যান্সিং যেন পিছনের সারিতে গিয়ে জায়গা পেয়েছে! লক্ষ্য একটাই, যেন-তেন প্রকারে বাড়ি ফিরতে পারলেই প্রাণে বাঁচে।
লকডাউন পর্ব কাটিয়ে শুরু হয়েছে আনলক হওয়ার পালা। এই আনলক হওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়িয়েছে, তা হল গণ পরিবহন। পরিস্থিতি মোকাবিলায় বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন অফিসযাত্রীরা।