Lunar Eclipse 2021: কার্তিক পূর্ণিমায় দীর্ঘতম চন্দ্রগ্রহন, জেনে নিন ভারতের সময়
এই আংশিক চন্দ্রগ্রহণ উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ ও এশিয়ার কিছু অংশ থেকে দেখা যাবে। ইউরোপের বেশিরভাগ অংশ, এশিয়ার বেশিরভাগ অংশ, অস্ট্রেলিয়া, উত্তর/পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর এবং আর্কটিক থেকে দেখা যাবে এই গ্রহণ।
মহাকাশে পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝে চলে আসে কিন্তু এই তিনটি মহাকাশীয় বস্তু একটি সরল রেখা তৈরি করে না তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ।
আংশিক চন্দ্রগ্রহণ কার্তিক পূর্ণিমার শুক্লপক্ষে দেখা যাবে। ১৯ নভেম্বর দুপুর ১২.৪৮ মিনিটে শুরু হয়ে বিকেল ৪.১৭ মিনিটে শেষ হবে গ্রহণ। গ্রহণের সর্বাধিক অংশ দেখা যাবে দুপুর ২.৩৪ মিনিটে। এই সময়ে চাঁদের ৯৭ শতাংশ অংশে পৃথিবীর ছায়া থাকবে।
২১ শতকে পৃথিবী মোট ২২৮টি চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, বছরে সর্বোচ্চ তিনবার চন্দ্রগ্রহণ হতে পারে।
আগের বছরের মতোই আবার কার্তিক পূর্ণিমায় হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। পরবর্তী চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ২০২২ সালের নভেম্বরে।