IPL 2024 Final List of Awards: রিমাল-রাতে ধনবর্ষায় শ্রেয়সরা, কত টাকা ঢুকল পকেটে? দেখুন পুরস্কার জয়ীদের তালিকা

Mon, 27 May 2024-1:49 pm,

সপ্তদশ আইপিএল কলকাতা নাইট রাইডার্সের। শ্রেয়স আইয়াররা জিতলেন ২০ কোটি টাকা।

 

রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। সাড়়ে ১২ কোটি টাকা পেলেন প্য়াট কামিন্সরা।

মরসুমের উঠতি প্লেয়ার এসআরএইচের নীতীশ কুমার রেড্ডি। পেলেন ১০ লক্ষ টাকা।

১৫ ম্য়াচে ৭৪১ রান করে আরসিবি সুপারস্টার বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্য়াপ। ২০১৬ সালে বিরাট ১৬ ম্য়াচে ৯৭৩ রান করে কমলা টুপি পরেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে দু'বার জিতলেন অরেঞ্জ ক্য়াপ। পেলেন ১০ লক্ষ টাকা।

১৪ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে পার্পল ক্য়াপ পেলেন পঞ্জাব কিংসের হর্ষল প্য়াটেল। পেসারের পকেটে ঢুকেছে ১০ লক্ষ টাকা।

 

মরসুমের সুপার স্ট্রাইকার হওয়ায় ১০ লক্ষ টাকা পেলেন দিল্লি ক্য়াপিটালসের জ্য়াক ফ্রেজার-ম্য়াকগুর্ক

 

ফ্য়ান্টাসি প্লেয়ারের পাশাপাশি টুর্নামেন্টের সবচেয়ে দামি প্লেয়ার হলেন সুনীল নারিন। কেকেআর সুপারস্টার ১০ লক্ষ টাকা করে ২০ লক্ষ টাকা পেলেন। সিরিজের সেরাও কিন্তু সুনীল।

 

এই মরসুমে ৪২ ছক্কা হাঁকিয়েছেন এসআরএইচ ওপেনার অভিষেক। এত ছয় আর কেউ মারেননি। পেলেন ১০ লক্ষ টাকা।

সেরা ক্য়াচের স্বীকৃতি পেলেন কেকেআর ব্য়াটার রমনদীপ সিং। ১০ লক্ষ টাকা পেলেন তিনিও।

সেরা ক্য়াচের স্বীকৃতি পেলেন কেকেআর ব্য়াটার রমনদীপ সিং। ১০ লক্ষ টাকা পেলেন তিনিও।

সেরা পিচ ও সেরা মাঠের স্বীকৃতি পেল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম। ৫০ লক্ষ টাকার নগদও পেল উপল।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link