রাম ভারতীয়ই নন, উনি নেপালি, আজব মন্তব্য নেপালের প্রধানমন্ত্রীর
দেশের নতুন মানচিত্র নিয়ে ভারতের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন আগেই। এবার রামকে নিয়ে পড়লেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
নেপালের প্রধানমন্ত্রীর দাবি, আসল অযোধ্য ভারতে নয়, নেপালে। রাম আসলে ভারতীয়ই নন। উনি নেপালি। নেপালের সংবাদমাধ্যমে ওই মন্তব্য করেছেন ওলি। এমনটাই খবর দিয়েছে এএনআই।
সংবিধান সংশোধন করে উত্তরাখণ্ডের তিনটি এলাকা সম্প্রতি দেশের ম্যাপে স্থান দিয়েছেন ওলি। নেপালের ওই পদক্ষেপকে একেবারেই মেনে নেয়নি ভারত।
শুধু তাই নয় ভারত বিরোধিতাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে চাইছেন ওলি। গত সপ্তাহে দুরদর্শন ছাড়া ভারতের সব বেসরকারি খবরের চ্যানেলের সম্প্রচার সেদেশে নিষিদ্ধ করেছেন ওলি।
এদিকে, এতসব করেও স্বস্তিতে নেই নেপালের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই চিন নেপালের বেশ কিছুটা অংশ দখল করে বসেছে। এনিয়ে ক্ষোভ বাড়ছে ওলির বিরুদ্ধে। পাশপাশি ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করায় তাঁর পদত্যাগের দাবি উঠছে দলের মধ্যেই।