রোস্টেড বার্লি, গম, পর্ক আর কবিতা-লেখা রঙিন কাগজ! দেখে নিন তিব্বতি নববর্ষের উজ্জ্বল ছবি...

Soumitra Sen Fri, 24 Feb 2023-4:55 pm,

তিব্বতি নববর্ষ বা লোসার নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত তিব্বত। ভুটিয়া ও শেরপা গোষ্ঠীদের কাছে এই উৎসব খুবই বড়।  

ঐতিহ্যবাহী পোশাক বাখু পরে সকালে সকলে গুম্ফায় ভগবান বুদ্ধের সামনে প্রার্থনায় শামিল হন। এই প্রার্থনার সময়ে এদের ঐতিহ্যবাহী এক ইনস্ট্রুমেন্ট বাজে। 

প্রার্থনার সময়ে তাঁরা গত বছরে করা ভুলের জন্য ক্ষমা চান এবং নতুন বছর যাতে ঠিকঠাক কাটে তার জন্য আশীর্বাদ চান। 

রাজধানী লাসার বিভিন্ন বাজারে বাহারি খাবারদাবার। সাজসজ্জার দোকানে বেশ ভিড়। ব্যবসায়ীরা বলছেন, মাখন, কাঠের বাটি, মিছরি, শুকনো ফল, প্রার্থনার জন্য পতাকা ও কেক দেদার বিক্রি হচ্ছে। এ সময়ে তিব্বতিদের ঘরে আত্মীয় বন্ধু সমাগম ঘটে। নিজেদের সংস্কৃতির খাওয়া-দাওয়ায় মজে থাকেন তাঁরা।

আনন্দ-উল্লাস ও পারিবারিক পুনর্মিলনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিব্বতি নববর্ষ উৎসব। পনেরো দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে লাসা সেজে ওঠে বর্ণিল নানা সাজে। 

এ সময়ে নববর্ষের কাপলেট বা কবিতা ও শুভবাক্য লেখা রঙিন কাগজ দিয়ে সাজানো হয় ঘরবাড়ি। বিক্রি হয় চিমা বাক্স। চিমা বাক্স হল তিব্বতিদের একটা বিশেষ ঐতিহ্য। এখানে একটি কাঠের বাক্সের ভিতর থাকে রোস্টেড বার্লি এবং গম ভাজা। নববর্ষের আগের দিন রান্না হয় বিশেষ এক ধরনের খাবার। এই সময়ে সাধারণত আবহাওয়া দারুণ থাকে। উজ্জ্বল বসন্ত। দীপ্ত রৌদ্রময় ঝকঝকে দিন। তবে কখনও কখনও বৃষ্টির পরিবেশও থাকে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link