Unlock 1: শহরের রাস্তায় ঠাসাঠাসি `প্রাইভেট কার`, চলছে যত্রতত্র পার্কিং
আনলক ওয়ানের শুরুর দিন থেকেই শহরের রাস্তায় প্রাইভেট গাড়ির ভিড়। লকডাউন পর্বে স্থগিত রাখা রাস্তার পার্কিং জোনগুলি খোলা হবে শীঘ্রই।
ইতিমধ্যে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকদের আলোচনা হয়েছে। পুলিশের তরফে নো অবজেকশন দেওয়া হয়েছে।
শুধু মাত্র কনটেইনমেন্ট জোনগুলিতে পার্কিং ব্যবস্থা খোলা যাবে না বলে পুলিশের তরফে পুরসভাকে জানানো হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই শহরের পুরসভা নিয়ন্ত্রিত পার্কিং ব্যবস্থা ফের শুরু হতে চলেছে।
ট্রাফিক ডিপার্টমেন্ট আগেই ছাড়পত্র দিয়ে দিয়েছে। বুধবার কলকাতা পুরসভা ও পার্কিং নিয়ে নোটিফিকেশন জারি করবে।
তড়িঘড়ি কেন? আনলক হতেই শহরে প্রচুর গাড়ি বেরিয়ে পড়েছে। যার মধ্যে প্রাইভেট গাড়ির সংখ্যা বেশি। চালকরা ইচ্ছামতো পার্কিং করছেন যত্রতত্র। ফলে যানজট হচ্ছে।